মাধ্যম (যোগাযোগ)
অবয়ব

মাধ্যম (ইংরেজি: Media) বা মিডিয়া পরিভাষাটি দিয়ে যোগাযোগের সমস্ত ধরনের পন্থাকে বোঝানো হয়, যেগুলির সাহায্যে কোনো বার্তার স্থানান্তর সম্ভব। এগুলি প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে।[১][২]
প্রচলিত ভাষায় মাধ্যম বা মিডিয়া বলতে সাধারণত গণমাধ্যম (ইংরেজি Mass media) বোঝানো হয়, যার সাহায্যে দ্রুত বিপুলসংখ্যক জনগণের সাথে যোগাযোগ স্থাপন করা যায়।
বর্তমান যুগে প্রধান প্রধান মাধ্যমগুলি হল:
- পোস্টার বা বিজ্ঞাপন, যাতে পেশাজীবী লেখকেরা বিজ্ঞাপন লিখনের নানা কলাকৌশল খাটান।
- প্রকাশনা বা মুদ্রণ শিল্প, যাতে পেশাজীবী কর্মীরা সাংবাদিকতার বিভিন্ন কৌশল কাজে লাগান।
- বেতার, শব্দ-ভিত্তিক মাধ্যম, যেখানে বেতার সাংবাদিকেরা কাজ করেন।
- টেলিভিশন, যেখানে চলন্ত ছবি ও শব্দের মাধ্যমে বার্তা স্থানান্তর করা হয়।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা ইন্টারনেট-কে কাজে লাগিয়ে পৃথিবীর যেকোন প্রান্তে বার্তা পৌঁছে দিতে পারে।
- চলচ্চিত্র
- সঙ্গীত
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What is media? definition and meaning"। BusinessDictionary.com। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Cory Janssen। "What is Communication Media? - Definition from Techopedia"। Techopedia.com।